Friday, December 19, 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন সম্পন্ন

দেশের অন্যতম বৃহৎ বিশ্বিবদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

[acf field="reportername"]
আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গতকাল বুধবার। আগামী শিক্ষাবর্ষে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আবেদন করেছে ২ লাখ ৩০ হাজার ৩৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৬৮ হাজার ৫০৮ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এছাড়া বি–১ উপ–ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি–২ উপ–ইউনিটে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি–১ উপ–ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন। আগামী ২ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img