বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) তিনি এ কথা জানান।প্রেসসচিব বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার আনুষাঙ্গিক অন্যান সকল সহযোগিতা ও সহায়তা যথাযথভাবে করে যাচ্ছে।জনাব শফিকুল আলম আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সমগ্র দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
সূত্র : বাসস